শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত আটক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯  

আড়াইহাজার (যুগেনর চিন্তা ২৪) : আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  টহল পুলিশের একটি দল উপজেলার ইলুমদী মোড় থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে। 


আটকৃতরা হলো- সোঁনারগাও থানার শেখেরহাট (পূর্বদড়িকান্দি) এলাকার বাবুলের ছেলে রমজান (২০) একই এলাকার মজু মিয়ার ছেলে শাহীন (৩৫), বারগাও কাজিপাড়া এলাকার কুদ্দুসের ছেলে মোক্তার হোসেন (২৫), বন্দর থানার তাঁজপুর লাঙ্গলবন্দ এলাকার খোরশেদ আলমের ছেলে জুয়েল (২৫)। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করে পুলিশ।


এ ব্যপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, আটককৃত চার যুবক স্থানীয় ইলুমদী মোড় নামক এলাকায় সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে খবর আসে। পরে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। পুলিশের তৎপরতায় ডাকাতির ঘটনা আগের তুলনায় অনেকাংশে কমে এসেছে।


আটকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলায় দায়ের করে পুলিশ। পরে রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।

এই বিভাগের আরো খবর