শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

আড়াইহাজারে ছাত্রলীগের ভেজাল বিরোধী মিছিল

প্রকাশিত: ১৯ মে ২০১৯  

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজের ছাত্র সংসদ ও ছাত্রলীগের উদ্যোগে খাদ্যে ভেজাল বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার  (১৯ মে) দুপুর মিছিলটি আড়াইহাজার পৌরসভা বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এসে সরকারি সফর আলী কলেজে এসে শেষ হয়। 

ছাত্রসংসদের ভিপি শফিকুল ইসলাম শরীফের নেতৃত্বে মিছিলে অংশ নেন জিএস সুমন মিয়া, এজিএস মাহবুব রহমান ভূঁইয়া, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহান ঢালী, সাধারণ সম্পাদক সোহলে মোল্লা সাজিত, রাজু, রমজান, ইকবাল ও অপু প্রমুখ। 

 

এ সময় শরীফ বলেন, যে ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল দিবে তাদের আমরা আইন শৃঙ্খলাবাহিনীর কাছে সোপর্দ করে দেব। খাদ্যে ভেজালকারীরা জাতির শত্রু। তাদের কোনো ক্ষমা নেই। তারা জাতিকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। 

 

সুমন মিয়া বলেন, খাদ্যদ্রব্যে ভেজাল এক মহামারি আকার ধারণ করেছে। প্রতিদিনই আইনশঙ্খলা বাহিনীর লোকজন ভেজালখাদ্য জব্দ করছেন। অসাধু ব্যবসায়ীদের জেলজরিমানা করছেন। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে সবাই সোচ্চার হন।

এই বিভাগের আরো খবর