শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

আড়াইহাজারে একুশে বইমেলার উদ্বোধন

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯  

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে বৃহম্পতিবার স্থানীয় সরকারি সফর আলী কলেজ প্রাঙ্গণে চারদিন ব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ এম.পি।  এর আগে মন্ত্রীকে ছাত্র সংসদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। উদ্বোধক ছিলেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু। 


কলেজটির প্রফেসর শাহিন সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশীদ ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মিঞা মুহাম্মদ আলাউদ্দিন, ডা: সায়মা ইসলাম ইভা, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, গোপালদী পৌরসভার মেয়র আবদুল হালিম সিকদার। 


আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ জাহিদ হাসান প্রিন্স, প্রফেসর কালাম মাহমুদ, থানা ছাত্রলীগের সভাপতি মামুন অর রশীদ ভূঁইয়া, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি নাঈম আহম্মেদ মোল্লা, থানা তরুণ লীগের সভাপতি এইচএম জাকির হোসেন, সাবেক ভিপি আমির হোসেন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম জুয়েল ও ছাত্রলীগ নেতা রাকিব  প্রমুখ।


 কলেজ শাখা ছাত্র সংসদের ভিপি শরীফ জানান, ২৪টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। মেলার প্রথম দিনে বেশ কয়েকটি বই ও ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। 
 

এই বিভাগের আরো খবর