শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

আড়াইহাজারে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে চিকিৎসা সেবা

প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯  

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে অস্বাস্থ্যকর এক পরিবেশের মধ্যে দিয়েই চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা। হাসপাতালটি সম্প্রতি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।

 

কিন্তু নানা জটিলতায় এখনো দিতে পারছেনা উন্নমানের সেবা। নোংরা পরিবেশে যেন রোগীরা আরো অসুস্থ্য হয়ে পড়ছেন। পুরাতন ভবনের অবস্থাতো আগে থেকেই বেহাল দশা। নতুন ভবনের অবস্থাও ধীরে ধীরে নোংরা হতে চলছে। 


২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি ৫০ শয্যা হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করেন। তবে বছর ঘুরতে না ঘুরতেই টয়েলেটের ফিটিং অকেজো হয়ে পড়েছে। এতে অস্বাস্থ্যকর এক পরিবিশের মধ্যেই সেবা দিয়ে যাচ্ছে চিকিৎসকরা। 


রোগীদের অভিযোগ টয়েলেটে নেই পানির ব্যবস্থা। ভবনের চারোপাশ আবদ্ধ পরিবেশ থাকায় বাইরের বাতাস প্রবেশ করতে পারছে না। এতে ঈস্খঢ়- গরমে আরও বেশি নাজুক অবস্থায় পড়তে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। পুরো ভবন জুড়েই রয়েছে ধুলাবালির আস্তরণ। বেশ কিছু কক্ষ বন্ধ থাকায় ভবনের ভিতরে যেন এক ভূতুরে পরিবেশের সৃষ্টি হয়েছে। রোগীর থাকার বেডে মশা-মাছির উপদ্রপ। 


রোগীকে সরবরাহকৃত খাবারের মান নিয়েও রয়েছে নানা অভিযোগ। প্রয়োজনের তুলনায় চিকিৎসকের সংখ্যা কম। এ ছাড়াও বিভিন্ন স্তরে ৬২টি পদ শূন্য রয়েছে।


এব্যাপারে টিএইচও ডা. হাবিব ইসমাইল ভূঁইয়া বলেন, নতুন ভবনের টয়েলেটের বেশ কিছু ফিটিং অকেজো হয়ে পড়েছে। তবে রোগীর দুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যেই মেরামতে পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর