শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

আড়াইহাজার থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুমন

প্রকাশিত: ১০ আগস্ট ২০১৮  

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজার থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচন করা হয়েছে প্রয়াত বিএনপি নেতা খসরুর ছেলে মাহমুদুর রহমান সুমনকে। শুক্রবার উপজেলার ইলুমদী এলাকায় আড়াইহাজার থানা বিএনপির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন। এ আগে সুমন আড়াইহাজার থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। 

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, জেলা শ্রমিকদলের সদস্য সচিব নয়ন মোল্লা, থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কাসেম ফকির, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ছালাউদ্দিন চৌধুরী, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান বেপারী, সাধারণ সম্পাদক মালেক মেম্বার,  সাতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি নেকী মিয়া, গোপালদী পৌরসভা বিএনপির সভাপতি হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক জামান, সাংগঠনিক সম্পাদক বাবুল, থানা যুবদলের যুগ্ম-আহবায়ক জহির, ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল মেম্বার, সাধারণ সম্পাদক হামিদ ডাক্তার, সাংগঠিনক সম্পাদক সোহেল কাজী, উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি ছগীর হোসেন, সাধারণ সম্পাদক হাছিব মোক্তার, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোতা মেম্বার, সাধারণ সম্পাদক হিরন, দুপতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেদন, সাংগঠনিক সম্পাদক শাহিদুল, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি জাহিদ হোসেন, আড়াইহাজার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিরউদ্দিন,  সাধারণ সম্পাদক আনোয়ার, সাংগঠনিক সম্পাদক ফারুক, কামাল, বিশ্বন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি হানজেলা, সাধারণ সম্পাদক মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আসরাম মেম্বার, খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক হারন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক কামাল, হাইজাদী ইউনিয়ন বিএনপির সভাপতি সবুজ, সাধারণ সম্পাদক আবদুল আজিজ ভাসানী ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু জানান, থানা বিএনপির বর্ধিত সভায় ১০টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিএনপির সাংগঠনিক নেতাকর্মীরা রেজুলেশন করে থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমনকে শুক্রবার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছে। 
 

এই বিভাগের আরো খবর