শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

আলোকিত মানুষ হতে হলে শিক্ষার কোন বিকল্প নেই : কাউন্সিলর সাগর

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ঐতিহ্যবাহী শিক্ষাপিঠ কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষার্থীদের বিদায় সংবধর্ণা ও বার্ষিক মিলাদ মহিফিল অনুষ্ঠিত হয়েছে। গতাল বুধবার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে এ সংবধর্ণা অনুষ্ঠিত হয়। 

সংবধর্ণা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦  ফয়সাল মোহাম্মদ সাগর বলেন, আলোকিত মানুষ হতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবে।

কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফারজানা ইসলামের সভাপতিত্বে সংবধর্ণা অনুষ্ঠানে শিক্ষার্থীদেও উদ্দেশ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি স্কুলের সাবেক শিক্ষক সামছুল হক মাষ্টার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান ও সমাজ সেবক আলী নওশাদ তুষার প্রমুখ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ সুমন, একই কমিটির সাধারন সম্পাদক ও সমাজ সেবক জাহাঙ্গীর আলম খায়ের, হাবিবুর রহমান, পান্না আক্তার, আসাদ মিয়া, মোঃ সোহেল ও শেখ সুমনসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। 

আলোচনা সভা শেষে প্রধান অতিথি কাউন্সিলর সাগর সমাপনী পরিক্ষার্থীদের মাঝে পরিক্ষা উপকরন বিতরন করেন। 
 

এই বিভাগের আরো খবর