বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

আ’লীগ নেতাদের ছবি ব্যবহার করে বিএনপির অপকর্ম !

প্রকাশিত: ১৮ মে ২০১৯  

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) :  সোনাগাঁ উপজেলার জামপুর তালতলা বাসস্ট্যান্ড এলাকায় একতা যুবসংগ সংগঠনের নামে সাইনবোর্ডে আওয়ামীলিগ নেতা কর্মীদের ছবি ব্যাবহার করা হলেও এ সংগঠনের  বেশিরভাগ নেতা কর্মীরা বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় তৃণমূল আওয়ামীলীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হলেও কোন ব্যাবস্থা নিচ্ছে না স্থানীয় প্রসাসন। 


শনিবার (১৮ মে) দুপুরে তালতালা বাসস্ট্যান্ড এলাকয় সরেজমিনে গিয়ে দেখা যায়, একতা যুবসংগের একটি সাইনবোর্ড টানিয়ে অফিস কার্যালয় চালু করা হয়েছে। ওই সাইনবোর্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলিগের সাধারণসম্পাদক ওবায়দুল কাদেরের ছবি ব্যবহার করা হয়েছে। 


একতা যুব সংগের সভাপতি স্থানীয় ব্রাক্ষণবাওগা গ্রামের বিএনপি নেতা আলী আকবরের ছেলে কামাল হোসেন। কামাল হোসেন ও তার বাবা আলী আকবরের বিরুদ্ধে জামায়াত শিবির ও বিএনপির তান্ডবলীলা গাড়িতে অগ্নি সংযোগসহ তিনটি মামলা রয়েছে। কামাল হোসেনের ছোট ভাই ওই সংগঠনের কর্মী দৌলত মিয়া সংগঠনের নাম ভাঙ্গিয়ে তালতলা এলাকায় সিএনজি, অটোরিক্সা, বাসসহ বিভিন্ন পরিবহন থেকে প্রতদিন কয়েক হাজার টাকা চাঁদা উত্তোলন করেন বলে অভিযোগ পাওয়া গেছে।


ওই সংগঠনের কর্মী উপজেলার ছাত্রদল নোতা নাঈম হোসেন ও সাঈম মিয়া ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপির নেতাদের সঙ্গে তাদের দুইজনের ফ্যাস্টুন ও ব্যানারে ছবি দেখা গেছে। এই সংগঠনের অন্য এক কর্মী বাবুল হোসেন ও তার পিতা খলিল মিয়া বিএন পির রাজনীতির সঙ্গে জড়িত। রমজান মিয়া নমে একতা সংগের এক কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজিসহ অপকর্মের অভিযোগ রয়েছে। 


অনুসন্ধান চালিয়ে জানা যায়, আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে কতিপয় বিএনপি ও ছাত্রদলের নেতা কর্মীরা আওয়ামী লীগের ব্যানারে এলাকায় আধিপত্য বিস্তার ও বালু ব্যাবসা নিয়ন্ত্রণই হচ্ছে তাদের মূল টার্গেট। ইতিমধ্যে তালতলা এলাকায় অবস্থিত প্রাইম লুব অয়েল লিমিটেড নামে একটি কারখানার বালু ভরাট নিয়ে এলাকাবাসির সঙ্গে তাদের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এ সংগঠনের মদদ দিচ্ছেন স্থানীয় বিএনপি নেতা মজিবুর রহমান নামে এক ব্যাক্তি। 


এলাকাবাসীরা জানায়, বিএনপির কতিপয় ব্যাক্তি আওয়ামী লীগের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালানোর ফলে স্থানীয় আওয়ামী লীগের ভাবমুর্তি মারাত্মভাবে ক্ষুন্ন হয়েছে। একতা সংগের নামে বিভিন্ন অভিযোগ থাকায় এলাকাবাসী ইতিমধ্যেই এ সংগঠন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা জানান, এ সংগঠনের মূল লক্ষ্য হলো চাঁদা উত্তোলন, বালুভারাট ও জমির ব্যবসা পরিচালনা করা। 


অভিযুক্ত কামাল হোসেন ও সাঈম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, দল মত নির্বিশেষে আমরা এ সংগঠনটি করেছি। সাইনবোর্ডের আওয়ামী লীগের নেতাদের ছবি লাগানোর বিষয়ে জানতে চাইলে তারা এ বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি। 


এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভ্যোকেট সামছুল ইসলাম ভূঁইয়া জানান, তালতলা এলাকায় একটি সংগঠনের নামে বিএনপি ও ছাত্রদলের কতিপয় লোক আমাদের দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্মের বিষয়ে আমরা অবগত হয়েছি। তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়ার জন্য দলীয়ভাবে সিন্ধান্ত গ্রহণ করা হবে। 


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, একটি সংগঠনের নামে মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। ইতিপূর্বে বালু ভরাট নিয়ে একতা সংগের লোকদের সঙ্গে এলাকাবাসির সংগর্ষের ঘটনা ঘটেছে। তাদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এই বিভাগের আরো খবর