মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

আলী আহাম্মদ চুনকা পাঠাগারে বিনামূল্যে চক্ষু শিবির

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

স্টাফ রিপোর্র্টার : নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকার পাঠাগার ও মিলনায়তনে “দৃষ্টি হোক পরিস্কার প্রত্যয়ে বুধবার আইমিত্র,আইডিয়াল ভিশন সেন্টার, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ-এর যৌথ উদ্যোগে সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

 

বিনামুল্যে ‘নগদ’-এর শতাধিক উদ্যাক্তাকে চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেয়া হয়। উপস্থিত ছিলেন, এ্যাসিস্ট্যান্ড ম্যানেজার বিজনেস ইন্টেলিজেন্স (নগদ) সামিয়া জাহান, রিজিওনা ম্যানেজার স্যালস্ এন্ড ডিস্ট্রিভিশন নাজমুল, এ্যাসিস্ট্যান্ড স্যালস্ ম্যানেজার (নগদ) শাকিল  প্রমুখ। আইডিয়াল ভিশন সেন্টারের পরিচালক নজরুল ইসলাম বলেন, বিনামূল্যে চক্ষু শিবির পরিচালনা হয়েছে।

 

এতে ‘নগদ’-এর শতাধিক উদ্যাক্তাকে চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। তিনি বলেন, সময় মতো চোখের পরীক্ষা না করালে অনেক সময় দেখা যায় অনেকের চোখে ছানী পড়ে। এতে অনেকের ছানী অপরেশন করতে হচ্ছে। 
 

এই বিভাগের আরো খবর