বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

আমাদের মূল লক্ষ্য খালেদা জিয়ার মুক্তি : জয়নাল আবেদীন

প্রকাশিত: ৩ মার্চ ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সুপ্রিম কোর্ট আইনজীবী আইনজীবী সমিতির নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি বললেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি প্রার্থী এড. জয়নাল আবেদীন।


তিনি বলেন, এই নির্বাচন আমাদের চ্যালেঞ্জের নির্বাচন। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমাদের মূল লক্ষ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। আমরা যদি এই নির্বাচনে জিততে পারি তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যত প্রকার আন্দোলন আছে তা আমরা গ্রহণ করবো।


মঙ্গলবার (৩ মার্চ) সকালে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের পক্ষে প্রচার প্রচারণা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরোও বলেন, আগামী ১১ ও ১২ মার্চ দুইদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আমি অনুরোধ করবো প্রথম দিনেই যাতে নারায়ণগঞ্জের ভোটাররা তাদের ভোট গুলো প্রদান করেন।


এর আগে সাড়ে নয়টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের পক্ষে আদালত পাড়া ঘুরে ঘুরে আইনজীবীদের কাছে পূর্ণ প্যানেলের পক্ষে ভোট প্রার্থনা করেন সভাপতি প্রার্থী এড. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক প্রার্থী ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল, কোষাধ্যক্ষ প্রার্থী এড. রাগিব রউফ চৌধুরী ও সহ সম্পাদক প্রার্থী এড. মোহাম্মদ আয়ুব আলী আশরাফী।


এ সময় তার সাথে আরোও উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, এড. আঃ বারী ভূঁইয়া, সাবেক পিপি নবী হোসেন, এড. আঃ হামিদ ভাষানী, এড. সরকার হুমায়ূন কবির, এড. খোরশেদ আলম মোল্লা, এড. মশিউর রহমান শাহিন, রফিক আহমেদ, এড. মাহবুবুর রহমান, এড. আনোয়ার প্রধান, এড. আবুল কালাম আজাদ জাকির, এড. রাসেল সিরাজী, জিল্লুর রহমান মুকুল, এড. আজিজুর রহমান মোল্লা, এড. কাজী আঃ গাফফার, এড. খন্দকার আবুল কালাম, এড. আঃ হাফিজ মোল্লা, এড. মঞ্জুর হক খান, এড. সালাউদ্দিন সবুজ, এড. আবু আল ইউসুফ খান টিপু, এড. আনিছুর রহমান মোল্লা, এড. গোলাম হোসেন, এড. শিপলু, এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাত প্রমুখ।

এই বিভাগের আরো খবর