শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

আমরা প্রধানমন্ত্রীর হাত থেকে ট্রফি আনতে চাই : ডিসি জসিমউদ্দিন

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন বলেছেন, খেলাধুলার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলবো এটাই আমাদের প্রধান লক্ষ্য। সুন্দর খেলা উপহারের মাধ্যমে সদর উপজেলা সারা দেশের মধ্যে চ্যাম্পিয়ন হবে। 


আমরা প্রধানমন্ত্রীর হাত থেকে ট্রফি আনতে চাই। এ জন্য ভাল ও সুন্দর খেলা উপহার দিতে খেলোয়াড়দের প্রতি আহবান জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ  পুটবল টুর্নামেন্ট, বালক অনুর্ধ-১৭ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।


রবিবার (৮ সেপ্টেম্বর)  বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির,কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফউল্লাহ বাদল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী শওকত আলী, এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান স্বপন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মতিউর রহমান মতি প্রমুখ।


টুর্নামেন্টে কুতুবপুর, বক্তাবলী, কাশিপুর, আলীরটেক, এনায়েতনগর, ফতুল্লা ও গোগনগর ইউনিয়ন পরিষদ ফুটবল টিম অংশগ্রহণ করছে।


উদ্ধোধনী খেলায় অংশগ্রহণ করে বক্তাবলী ইউনিয়ন ১-০ গোলে পরাজিত করে ফতুল্লা ইউনিয়ন পরিষদকে। 
 

এই বিভাগের আরো খবর