শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

আবরার, তুমি আর এসোনা 

প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯  

আবরার তুমি কখনো এসোনা
এই ধরণীর পরে,
যেখানে মানুষ-মানুষ হয়ে
মানুষ হত্যা করে।

 

মুক্ত বিবেক মুক্ত সমাজ 
মুক্ত এ পৃথিবী, 
কেন তবে আজ মরে আবরারেরা
জবাব কি তোরা দিবি? 

 

জ্ঞান পীঠে হবে জ্ঞানের চর্চা
তবে কেন রক্ত বন্যা, 
বুকফাটা রবে হাহাকার করে
মা বাবার এই কান্না। 

 

পুত্র হারা হোসেনের শোকে
কেঁদেছিল ফাতেমা,
এখানে কাঁদে আবরার শোকে
জনম দুখিনী মা।

 

বাবা যদি চলে ডাইনে
পুত্র যাবে বাঁয়ে, দু'জন দুই সত্বা'র 
এ বিধান নয় তোমার রচনা 
এ বিধান মহা কর্তার। 

 

যেভাবে শুধু আমিই সঠিক 
তুমি মিথ্যা ভাই,
তার মতো বড় মূর্খ মানুষ 
এই পৃথিবীতে নাই।

 

ভাবত দেখি স্রষ্টা'র সৃষ্টি 
এক কি কখনো হয়?
এক'ই মায়ের গর্ভে জন্ম
কেউ তো এক নয়।

 

পরমত যদি গ্রহণ না কর
তুমি নহ ধার্মিক, 
তোমার মতো মানুষকে তাই
ধিক্ শত ধিক্।

 

আচারি মানুষ মানুষকে চিনে
মানুষ হইতে হবে,
তবেই তুমি থাকবে জগতে 
মরার পরেও রবে।

 

হে প্রভু তুমি দয়া কর সবে
শুদ্ধ জ্ঞান দাও,
নইলে তোমার সুন্দর ধরা
ধ্বংস করে দাও।


শামসুল হুদা