বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রিপোর্টার্স ক্লাবের আলোচনা সভা

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯  

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আড়াইহাজারে রিপোর্টার্স ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


বৃহম্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে আয়োজিত সভায় সংগঠনের সভাপতি এম এ হাকিম ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপদেষ্টা হানিফ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি শাহ-মোয়াজ্জেম হোসেন আউয়াল, ধর্ম ও ক্রিড়া সম্পাদক ছাইদুল হাসান, নির্বাহী সদস্য মাহাবুব মোল্লা, আতিকুর রহমান আতিশ, সাধারণ সদস্য এবি নুরুল হক, নজরুল ইসলাম, নাসির খন্দকার ও আবদুল মান্নান সরকার প্রমুখ।


হাকিম ভূঁইয়া বলেন, শহীদের রক্তের বিনিয়ম আমাদের মাতৃভাষা। আমাদের মাতৃভাষা আজ আন্তর্জাতিক পরিমন্ডলে পালন হয়ে থাকে। বাঙালী জাতি হিসেবে আজ আমরা গর্বিত। আমাদের ভাষার প্রতি আমাদের সম্মান দিতে। সঠিকভাবে বাংলা ভাষার উচ্চারন করতে ও লিখতে হবে। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ।

এই বিভাগের আরো খবর