বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

আন্তঃ স্কুল ক্রিকেট টূর্ণামেন্টে নারায়ণগঞ্জ হাই স্কুল চ্যাম্পিয়ন

প্রকাশিত: ২২ মার্চ ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ঢাকা বিভাগীয় আন্তঃস্কুল ক্রিকেট টূর্ণামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ হাই স্কুল। 


শুক্রবার মাদারীপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক ইয়াং টাইগারর্স ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ হাই স্কুল ক্রিকেট দল নেত্রকোনা সরকারী উচ্চ বিদ্যালয় ক্রিকেট দলকে ৬৭ রানে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 


নারায়ণগঞ্জ হাই স্কুল এর আগে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত জলা আন্তঃস্কুল ক্রিকেট টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ঢাকা বিভাগে খেলার যোগ্যতা অর্জন করে। ঢাকা বিভাগের ১২টি জেলার স্কুল ক্রিকেট চ্যাম্পিয়ন দল বিভাগীয় পর্যায়ে মাদারীপুর স্টেডিয়ামে আয়োজিত প্রাইম ব্যাংক ইয়াং টাইগারর্স ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্টের অংশগ্রহন করে। গত ১৬ মার্চ এই টূর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। 


ফাইনালে ৫০ ওভারের খেলায় নারায়ণগঞ্জ হাই স্কুল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট ১৭৮ রান সংগ্রহ করে। জবাবে নেত্রকোনা সরকারী উচ্চ বিদ্যালয় ১১১ রান তুলে সবকটি উইকেট হারায়। এতে ৬৭ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জ হাই স্কুল। 
নারায়ণগঞ্জ হাই স্কুলের খেলোয়াড় হাসিব দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান সংগ্রহ করে। একই স্কুলের বোলার সিয়াম ৫ উইকেট নিয়ে ফাইনাল খেলায় ম্যান অব ম্যাচ নির্বাচিত হয়। পরে মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ওই জেলার পুলিশ সুপার সুব্রত কুমার হালদার। 


ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে নারায়ণগঞ্জ হাই স্কুল ক্রিকেট দলের এই সাফল্যে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি চন্দন শীল সহ অন্যান্য সদস্যরা। টূর্ণামেন্টে অংশ নিতে ১৮ সদস্যের নারায়ণগঞ্জ হাই স্কুল ক্রিকেট দল গত ১৫ মার্চ মাদারীপুরের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ ছাড়ে। 
 

এই বিভাগের আরো খবর