মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ১৪ মে ২০১৯  

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ মে) স্থানীয় দুপ্তারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


জানা গেছে, মালপাড়া এলাকার হরেরাম বর্মণ দুপ্তারা মৌজার আরএস দাগ নং- ৯৬৬ ও ৮২৪ মূলে ৪.৫০ শতাংশ জমি পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক হন। পরে তিনি একই দাগে লিজ (ভিপি) কেইস নং- ৮/৮২ইং মূলে আরো  ৬.৭৫ শতাংশ জমির মালিক হয়ে ভোগ দখলে আছেন। তিনি নামজারি জমাভাগ করে নিয়মিত ভূমির কর পরিশোধ করে আসছেন। এরই মধ্যে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট-এর আদালতে একটি পিটিশন মামলা করেন। যাহার নং- ৩০৮/২০১৯ইং।


এদিকে একই জমি প্রতিপক্ষ সুবল বর্মণ গং ৮৫২৮/১২ইং সাবকবলা দলিল মূলে জমির মালিকানা দাবি করে আসছেন। আড়াইহাজার থানার এএসআই মোস্তফা বলেন, ১৫দিন আগে জারি করা হয়। মঙ্গলবার (১৪ মে) আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদী পক্ষ একটি ঘর নির্মাণ করে। 

এই বিভাগের আরো খবর