শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

আদালতে করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের সচেতনামূলক লিফলেট বিতরণ

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন সদ্য যোগদাকৃত অতিরিক্ত  জেলা প্রশাসক ( সার্বিক ) মোহাম্মদ শামীম বেপারী । রোববার ( ২২ মার্চ) সকালে আদালতপাড়ায় আইনজীবী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক এই  লিফলেট বিতরণ করেন তিনি।

 

এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোহাম্মদ শামীম বেপারী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আতংক নয় , আমাদের সচেতন হতে হবে । আমরা আশা করি করোনা ভাইরাস রোধে কেউ আতংকিত না হয়ে নিরাপদ থাকতে হবে । আপনারা যদি নিরাপদ থাকেন তাহলে নিরাপদ থাকতে আপনার পরিবার ।

 

বিতরণ করা লিফলেটে বলা হয়েছে, আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাঁশির মাধ্যমে, আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে, পশু-পাখি বা গবাদি পশুর মাধ্যমে এই রোগ ছড়াতে পারে।

 

এছাড়া লিফলেটে রোগ প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়া, হাত না ধুয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা; হাঁচি, কাঁশি দেয়ার সময় মুখে ঢেকে রাখা, অসুস্থ পশু পাখির সংস্পর্শে না আসা, মাছ-মাংস ভালোভাবে রান্না করে খাওয়ার আহবান জানানো হয়। 

এই বিভাগের আরো খবর