মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

আদালতপাড়ায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনী গনসংযোগ

প্রকাশিত: ১২ মার্চ ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (২০১৯-২০ ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের (সাদা) আমিন-দুলাল প্যানেলের পক্ষে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় গনসংযোগ করেছেন সভাপতি প্রার্থী এড. আবু মোহাম্মদ আমিন উদ্দিন । মঙ্গলবার ( ১২ মার্চ ) দুপুরে নারায়ণগঞ্জ জজ  কোর্টের নীচ তলায় আয়োজিত মতবিনিময় সভা শেষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে গনসংযোগ করেন তারা। 


গনসংযোগ পূর্ব মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মোহসীন মিয়ার সঞ্চালনায় ঢাকা থেকে আগত ডেপুটি এটর্নী জেনারেল মোতাহার হোসেন সাজু, ব্যারিষ্টার ওমর ফারুক, ড. মমতাজউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আ: রশিদ ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ এড. হোসনে আরা বাবলী, পিপি এড. ওয়াজেদ আলী খোকন, সিনিয়র আইনজীবী এড. সামসুল ইসলাম ভূঁইয়া, এড. মাসুদ উর রউফ, এড. হাবিবুর রহমান হাবিব, এড. ইমদাদুল হক তারাজউদ্দিন, এড. মেরিনা বেগম, এড. সুইটি ইয়াসমিনসহ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য ও আওয়ামীপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।


মত বিনিময় সভায় সাদা প্যানেলের সভাপতি প্রার্থী এড. আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেন,  জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর নারায়ণগঞ্জ বার নির্বাচনে আওয়ামীলীগের বিপুল বিজয়ের ছোঁয়া সুপ্রিম কোর্টের নির্বাচনে লাগবে বলে আমরা আশা করছি। আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ তাহলেই আমরা এ নির্বাচনে বিজয়ী হতে পারবো। 


এ সময় তিনি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদের নয়, ভোট দিবেন বঙ্গবন্ধু আদর্শকে, ভোট দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর স্বাধীনতার মাসে স্বাধীনতার চেতনাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আপনাদের এক একটি ভোট আমাদের কাছে অনেক মূল্যবান। আগামী ১৩ ও ১৪ মার্চ নির্বাচনে আপনারা নারায়ণগঞ্জের প্রতিটি ভোটার ভোটকেন্দ্রে গিয়ে স্বাধীনতার পক্ষে ভোট দিবেন বলে আমরা আশাবাদি। আপনাদেও সহযোগীতা না পেলে  আমরা কখনই  জয়ী হতে পারবো না।


সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল বলেন, এ নির্বাচনে আমিন-দুলাল প্যানেল নয় এ প্যানেল জয়ী হলে এটা হবে আওয়ামীলীগের জয় আর যদি হেরে যায় তাহলে এ হার হবে আওয়ামীলীগের। আমরা আওয়ামী লীগকে জেতাতে চাই। আমরা জননেত্রী শেখ হাসিনাকে জেতাতে চাই।


নারায়ণগঞ্জে আমাদের ১৪২ টি ভোট রয়েছে যার মধ্যে ১০০ টি ভোট আমরা আপনাদের কাছে পৌছে দিব। তবে বিএনপি যাবে কিনা সে ব্যাপারে আমি আপনাদের কিছু বলতে পারছি না। তারা যাবে কিনা যাবে না এটা তাদের ব্যাপার।


এ সময় তিনি নারায়ণগঞ্জে ডিজিটাল বারভবন নির্মাণ নিয়ে বলেন, বাংলাদেশে প্রথমবারের মত ডিজিটাল বার ভন নির্মিত হচ্ছে নারায়ণগঞ্জে। সকলের সহযোগীতায় আমাদের এ উদ্যোগে সফলতার সাথে এগিয়ে চলেছি। 
 

এই বিভাগের আরো খবর