বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

আদালত পাড়ায় রহিম বাহিনীর উপর হামলার অভিযোগ সামেদ বাহিনীর বিরুদ্ধে

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৯  

যুগের চিন্তা ২৪ : বক্তাবলী আকবরনগর গ্রামের সামেদ আলী বাহিনীর লোকজন হামলা আব্দুর রহিম বাহিনীর লোকজনের উপর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে ।

জানা গেছে, আকবর নগরে মারামারির ঘটনাকে কেন্দ্র করে সামেদ বাহিনীর সদস্য আবুল বাদী হয়ে একটি ও পুলিশ বাদী হয়ে  আরেকটি মামলা দায়ের করে রহিম হাজ্বীর লোকজনের বিরুদ্ধে। 

সেই মামলা ২টিতে রহিম হাজ্বীর অনুসারী ২২ জন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত হতে জামিন নিয়ে বের হয়ে আসামাত্র সামেদ আলীর সন্ত্রাসী পুত্র ওসমান গনি, আলমগীর, আতিক ও আনিসের নেতৃত্বে অতর্কিত ভাবে হামলা চালিয়ে  মারধর করে।

জামিন নিতে আসা রহিম হাজ্বীর লোক মাসুদ জানান, আমরা আদালতের প্রতি সম্মান  দেখিয়ে জামিন নিয়ে বের হওয়া মাত্র ওসমান গনির নেতৃত্বে রামারবাগ হতে সন্ত্রাসী এনে অর্তকিত ভাবে মারধর করতে থাকে। এতে করে মান্নান ও মাসুদ আহত হয়।

একজন ও একজন পুলিশ সন্ত্রাসী আতিকসহ ২ জনকে ধরে ফেলে। পরে তারা মাফ চেয়ে ছাড়া পায়।

এদিকে সামেদ আলীর অন্যতম সহযোগী ও জয়নাল মন্ডল হত্যা মামলার আসামী আলমগীর সাংবাদিকদের জানান আমি মারামারি করিনি। উভয় পক্ষের লোকজনকে সড়িয়ে দিয়েছি।

এই বিভাগের আরো খবর