শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

আদমজী ইপিজেডে অ্যাক্সেসরিজ শিল্পে ১১.৫০ ডলার বিনিয়োগ

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আদমজী ইপিজেডে একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর সাথে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে চীন-বাংলাদেশ যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স সিএমজেড জিপার সাই অ্যান্ড টেক (বাংলাদেশ) কো. লিমিটেড। পশ্চাৎ সংযোগ শিল্প হিসেবে এই প্রতিষ্ঠানটি দেশের তৈরি পোশাক শিল্পের লিড টাইম কমাতে ভূমিকা রাখবে।  


সিএমজেড জিপার বাৎসরিক ১৩ কোটি ৪০ লাখ পিস বিভিন্ন ধরনের জিপার, বাটন, ধাতব রিভেট ও আইলেট, ব্যাজ, বাকল, হুক, বার প্রভৃতি তৈরির লক্ষ্যে ১১.৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এখানে ১৩০৩ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।  


বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বীরপ্রতীক, এসপিপি, এনডিসি, পিএসসি এর উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জনাব জিল্লুর রহমান এনডিসি এবং মেসার্স সিএমজেড জিপার-এর চেয়ারম্যান মিজ. শাও মিনওয়ে সম্প্রতি বেপজা কমপ্লেক্স, ঢাকায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 


অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) জনাব মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান, সচিব জনাব মোঃ নবীরুল ইসলাম, মহাব্যবস্থাপক (জনসংযোগ) মিসেস নাজমা বিন্তে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) জনাব মোঃ তানভীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
 

এই বিভাগের আরো খবর