শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

আজমেরীকে ধরতে পুলিশের অভিযান, ২ সহযোগী গ্রেফতার

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০১৯  

যুগের চিন্তা ২৪ : আমলাপাড়ার বাচ্চু নামে এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে এসময় আজমেরী ওসমান পালিয়ে গেলেও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতাররা হলেন- হলেন জেলা ছাত্রসমাজের আহবায়ক মোঃ শাহাদাৎ হোসেন রুপু (৩২) ও গলাচিপার ডিএন রোডের মোখলেসুর রহমান (৩৫)।


বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে ১২টায় জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি), ফতুল্লা মডেল থানা ও সদর মডেল থানার একাধিক টিম নগরীর আল্লামা ইকবাল রোডের আজমেরী ওসমানের বাসা ও অফিস দেওয়ান মঞ্জিলে এ অভিযান পরিচালনা করেন।


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদা দাবিকে কেন্দ্র করে আমলা পাড়ায় ওই ব্যক্তিকে মারধর করে আজমেরি ওসমানের লোকজন। এছাড়া তাকে প্রানে মেরে ফেলারও হুমকি দেয়।


সন্ধ্যায় আজমেরী ওসমান আর তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে বাচ্চু। যার সত্যতা পাওয়ার রাতেই আজমেরি ওসমানকে ধরতে অভিযানে নামে পুলিশ।


বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) সাজ্জাদ রোমন জানান, চাঁদার দাবিতে আমলাপাড়ার বাসিন্দা বাচ্চুর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় আজমেরী ওসমানের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

 

এই বিভাগের আরো খবর