শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

আজ থেকে একাদশে সরাসরি ভর্তির সুযোগ

প্রকাশিত: ১০ জুলাই ২০১৯  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে যেসব শিক্ষার্থী এখনো ভর্তি হতে পারেনি বা হয়নি তারা আজ থেকে আবারও আবেদনের সুযোগ পাচ্ছে। তবে এই প্রক্রিয়ায় সরাসরি সংশ্লিষ্ট কলেজ বা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে সনাতন (ম্যানুয়াল) পদ্ধতিতে আবেদন করতে পারবে।

 

আজ, ১০ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। এরপর ১৮ জুলাই কলেজগুলো শূন্য থাকা আসনের বিপরীতে ভর্তিযোগ্যদের তালিকা প্রকাশ করবে। আর ভর্তির কাজটি হবে ২০ থেকে ২৭ জুলাই। ৩০ জুলাইয়ের মধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীদের তালিকা শিক্ষাবোর্ডে জমা দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য আসনের তালিকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে দেওয়া আছে। 


আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে অনলাইনে তিন ধাপে আবেদন নিয়ে ভর্তির কাজ হয়।

এই বিভাগের আরো খবর