বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

আজ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৫ তম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ১ জুন ২০১৯  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : আজ (১ জুন) দৈনিক ইত্তেফাক-এর প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী । এ উপলক্ষে মানিক মিয়া পরিষদ সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় উপস্থিত থাকবেন আইনজীবী আমীর-উল ইসলাম, ইতিহাসবিদ সিরাজউদ্দীন আহমেদ প্রমুখ। 

 

১৯১১ সালে পিরোজপুর জেলার ভান্ডারিয়া গ্রামে তফাজ্জল হোসেন মানিক মিয়ার জন্ম। ১৯৩৫ সালে তিনি ডিস্টিংশনসহ বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ১৯৪৭ সালের আগস্ট মাসে দৈনিক ইত্তেহাদ-এর পরিচালনা পরিষদের সেক্রেটারি হিসেবে যোগ দেন। 


১৯৫৩ সালে তাঁর সম্পাদনায় সাপ্তাহিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাক-এ রূপান্তরিত হয়। মানিক মিয়ার সম্পাদনায় দৈনিক ইত্তেফাক পত্রিকা আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামরিক আইন লঙ্ঘনের অভিযোগে ১৯৫৯ সালে তিনি এক বছর কারাভোগ করেন।

 

পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে তিনি ছদ্মনামে পত্রিকায় নিয়মিত রাজনৈতিক নিবন্ধ লিখতেন। ১৯৬৯ সালের ১ জুন তিনি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ইন্তেকাল করেন।

এই বিভাগের আরো খবর