শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

আজ ট্রাফিক সপ্তাহের শেষদিন

প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৮  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সপ্তাহের শেষদিনে নগরীর বিভিন্ন পয়েন্টে তৎপর রয়েছে ট্রাফিক পুলিশ। পরীক্ষা করা হচ্ছে যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স।

কাগজপত্র না থাকলে মামলা ও জরিমানার পাশাপাশি যানবাহনের চালক ও পথচারীদের উদ্দেশে প্রচার করা হচ্ছে সচেতনতামূলক বার্তা। ট্রাফিক সদস্য ছাড়াও স্কাউট দল এ কর্মসূচিতে অংশ নেয়।

উল্লেখ্য, ট্রাফিক সপ্তাহের ৯ দিনে জেলায় বিভিন্ন যানবাহন ও চালকদের বিরুদ্ধে ৩ হাজার ৬৭৭টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে যানবাহনের বিরুদ্ধে ২ হাজার ৭৫টি ও চালকদের বিরুদ্ধে ১ হাজার ৫০২টি মামলা। 

ট্রাফিক বিভাগের জিরো টলারেন্স নীতিতে ছাড় পাচ্ছে না কেউ। যেকোন অনিয়মে দিয়ে দেয়া হচ্ছে মামলা।
 

এই বিভাগের আরো খবর