বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

আগামীকাল থেকে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলমান লকডাউনের মধ্যে দরিদ্র মানুষের সহায়তায় রোববার থেকে নারায়ণগঞ্জসহ দেশের সকল জেলা শহরগুলোতে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমের আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করতে যাচ্ছে সরকার।


বৃহস্পতিবার (২ এপ্রিল) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে খাদ্য মন্ত্রণালয়। ওএমএস কার্যক্রমের আওতায় প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চাল বিক্রি করা হবে।


জাতীয় পরিচয়পত্র দেখিয়ে একজন ব্যক্তি সপ্তাহে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন। ঢাকার প্রতিটি কেন্দ্রের জন্য প্রতিদিন ৩ মেট্রিক টন এবং ঢাকার বাইরে প্রতি কেন্দ্রের জন্য ২ মেট্রিক টন চাল বরাদ্দ করা হবে।

এই বিভাগের আরো খবর