শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

আগামীকাল থেকে বন্দরে আব্দুস সোবহানের বাৎসরিক ওরশ

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

স্টাফ রিপোর্টার : আগামীকাল বন্দরের উত্তর লক্ষণ খোলায় আব্দুস সোবাহানের ১৭ তম বাৎসরিক পবিত্র ওরশ অনুষ্ঠিত হবে। ওরশ উপলক্ষে আব্দুস সোবহান এন্ড আরফাতুন নেসা ফাউন্ডেশন (সোআফ) এর পক্ষ থেকে ৩ দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। 


সোআফের প্রতিষ্ঠাতা সভাপতি এম.আখতার হোসেনের বন্দরের বাসভবনে আব্দুস সোবহানের ওরশ উপলক্ষ্যে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে। বৃহস্পতিবার সকাল থেকে কোরআন খতম ও শুক্রবার ১ ফাল্গুন ভোরে উত্তর লক্ষণখোলা কবরস্থানে মরহুম আব্দুস সোবহান ও মরহুম আরফাতুন নেসার কবর জিয়ারত করা হবে বলে জানা গেছে।

 

বাদজুম্মা অমি হাউজে মিলাদ মাহফিল,দোয়া ও তোবারক বিতরণ করা হবে। বাদ আছর দক্ষিণ লক্ষণখোলা মরহুম আব্দুস সোবহানের পীর সাহেব হযরত হাসান খলিল শাহ (র.)এর মাজারে গিলাব প্রদান,ফাতেহা পাঠ,দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হবে। 


উল্লেখ্য,সোআফের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম.আখতার হোসেন মরহুম আব্দুস সোবহান ও মরহুম আরফাতুন নেসার ছোট ছেলে। পিতা-মাতার মৃত্যুর পর আখতার হোসেন ২০১৬ সালে মা-বাবার নামে সামাজিক প্রতিষ্ঠান সোআফ গড়ে তোলেন।

এই বিভাগের আরো খবর