শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

আগস্টে তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২ মে ২০২০  

করোনার কারণে মার্চ থেকে ক্রিকেট খেলা বন্ধ রয়েছে। বাতিল হয়েছে অনেকগুলো সিরিজ। আইসিসি টি-২০ বিশ্বকাপ খেলা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এর মধ্যেই আগস্টে তিন টি-টোয়েন্টি খেলতে সম্মত হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।


গতকাল বৃহস্পতিবার বিসিসিআইয়ের প্রতিনিধি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী জক ফলের আলোচনায় এ সিদ্ধান্ত হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে সেই সময়ে মাঠে নামার প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশের ক্রিকেট সংস্থা।

 

দক্ষিণ আফ্রিকার স্পোর্টস ২৪ কে ফল বলেছেন, আমরা ইতিবাচক সাড়া পেয়েছি বিসিসিআইয়ের থেকে। ভারত তার চুক্তিতে সম্মান করতে চায় এবং আগস্টের শেষে তিনটি টি-টোয়েন্টি খেলতে সম্মত হয়েছে।

 

বিসিসিআইয়ের প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে বলেছেন, সরকার থেকে সবুজ সংকেত পাওয়ার পর তারা ম্যাচ খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে। বিশেষ করে সবার আগে খেলোয়াড়দের কন্ডিশন ক্যাম্পে ফেরাতে হবে। নিরাপদ এবং স্বাস্থ্য ঝুঁকি নিশ্চিত করতে পারলেই আমরা মাঠে নামতে পারব।

 

এই বিভাগের আরো খবর