শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

আঁধারে আলোর বাতি

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯  

তুমি আমার মরিচ হবে?
ঘুমহীন চোখের প্রেম, ঝাল হয়ে পোড়াবে তৃষ্ণার অন্তরালে-
ছাতা হয়ে বাঁধা হবে বর্ষা-ধারায়
হাত ধরে খালি পাঁয়ে ভিজবো একসাথে।

 

তুমি আমার শান্তি হবে? 
যৌবন ভাসাতে জোয়ার ভাটার সাগরে-
যেখানে-জলে ভেজা বালিচরে হাজারও স্বপ্নের চাষ হয়।

 

পূর্ণিমার আলো হবে?
মিছিলে আসবে আলোর যাত্রী হয়ে-যুগ যুগ ডুবে থাকা আঁধারে।

 

বলো না, কী হবে তুমি?
কিছু হও বা না হও তুমি, আমি হবো-
তোমার আঁধারে আলোর বাতি
আকাশ-পাড়ায় চাঁদ তারার প্রতিবেশী;
লোডশেডিং-এ তোমার মনে জোনাকি হবো।


মরণেও বাঁচিয়ে রাখবো তোমাকে-
আমার হৃদয়ে চিরকাল।
আমি ভিজবো মনের স্রোতহীন সাগরে-
ঘুমিয়ে থাকবো পাথরে গড়া বুকে।

 

আমি হবো তোমার তাপদাহে মনের স্নিগ্ধ বাতাস-
শেষ বিকালে হাতের রক্তাক্ত মেহেদী পাতা।
বসন্তে কৃষ্ণচূড়া হয়ে ছড়াবো ফুলের সৌরভ;
ক্ষতবিক্ষত জীবনে ভালবাসার বীজ বুনে দিতে
আমি হবো তোমার কষ্টের পাহাড়ে -
প্রেমময় ঝর্ণা।

 

স্বজন নাহিদ