শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

অভিষেকে হ্যাটট্রিক করা শ্রীলঙ্কান পেসার মাদুশঙ্কা গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৬ মে ২০২০  

নিজের অভিষেকে ২০১৮ সালে বাংলাদেশের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে হ্যাটট্রিক করে শ্রীলঙ্কাকে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জিতিয়েছিলেন শ্রীলঙ্কান ডানহাতি পেসার শেহাদ মাদুশঙ্কা। সেই পেসারকে রোববার রাতে শ্রীলঙ্কান পুলিশ গ্রেপ্তার করছে। সঙ্গে হেরোইন বহনের দায়ে তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।


গ্রেপ্তারকৃত মাদুশঙ্কার বিরুদ্ধে দুটি অপরাধ আনা হয়েছে। প্রথমত, বিনা কারণে লকডাউন ভেঙেছেন। দ্বিতীয়ত, হেরোইন বহন। দুই অপরাধে  স্থানীয় ম্যাজিস্ট্রেট তাঁকে দুই সপ্তাহের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন।


এই বিষয়ে শ্রীলঙ্কান গণমাধ্যম জানিয়েছে, নিজের গাড়িতে ঘুরে বেড়াচ্ছিলেন মাদুশঙ্কা। তাঁর সাথে ছিল এক ব্যক্তি। তল্লাশির সময় দুজনের কাছে দুই গ্রাম হেরোইন পায় পুলিশ।


মাদুশঙ্কার বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট। সংস্থাটির প্রধান অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, সোমবার বিষয়টি জানার পর নিজেদের মধ্যে আলোচনা করলেও আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত নেননি। আগামী বুধবার বোর্ডের পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে।

 

এই বিভাগের আরো খবর