বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

অভিমান

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

একদিন পাখি হয়ে ফিরলে
মুছে দিও পাখিদের অন্তরে মানুষের
নাম, জীর্ণ আকাশ খুঁজে দেখি বিচিত্র 
অভিমান!

 

একদিন রৌদ্রপট খুলে গেলে 
তোমার রঙিন খাতায়,
এঁকে দিও বীজ রক্তে ব্যাথা ভরা
ঘ্রাণ, তুলে রেখো হাতফুল স্মৃতির
সমান!

 

একদিন হেরে গেলে প্রিয় শৈশব 
গোল্লাছুট দিয়ে গড়িয়ে যেতাম
লাল নীল বল, নাটাই আর সুতার
টানে, কেটে যেতো প্রিয় ঘুড়ির কোন
আদল?

 

একদিন ঝরে গেলে বৃষ্টির কথা
বেড়ে যাবে বিষাদ কদমের থোকা।

 

একদিন চলে গেলে প্রিয় যতো মুখ
অভিমান ছুঁয়ে যাবে রোজ রোজ আমার
অসুখ!

 

মিলন মাহমুদ