মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

অবদান

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯  

আমি মরুর বুকে সূর্যমুখী ক্রন্দন বৃক্ষ
জল ঝরিয়ে যাই অবিরাম নিয়ত
 চেয়ে রই আকাশের পানে 
হারিয়ে যাই মুক্ত আকাশের বিশালতায়। 

 

মাটির যৌবন সুধা, আকাশের সঞ্চতি জল
বাতাসের হিল্লোল, সূর্যের অসীম শক্তি
সবকিছুই ঢেলে যাই মরুর বুকে পরম সুখে
আমার হিল্লোলিত প্রাণ, পল্লবিত শাখা
দিনরাত স্বপ্ন বুনে সবুজ মখমলের।

 

আমি ঢেলে যাই আমার সমস্ত সঞ্চয়
আমি ঝরিয়ে যাই আমার শেকড়ে টেনে আনা
সমস্ত জলের পূণ্য ফোটা প্রহরের পর প্রহর।

 

মহাকালের বিশাল সময়ান্তে চেয়ে দেখি
চেয়ে দেখি নিজ ছায়াতলে যেখানে আমার 
ক্ষয়ে যাওয়া দেহ আর সময়ের নির্যাশ ঢেলে গেছি
সে মরুর বুক মরুই আছে, আছে শুষ্ক বালির চর।


মামুন রনি