শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

অন্যরকম জলে

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

ডুবে যাচ্ছে চাঁদের আলো সমুদ্র ফেনায়
মিলেমিশে একাকার হচ্ছে বেদনার নীল রঙ!

 

বিয়োগান্তক ফলাফল লীন হয় উন্মত্তার অতলে
মাটির পুতুল নাচে, নিঃসঙ্গতার শিলালিপি হয়ে থাকে স্মৃতিপট!
পরক্ষণেই জলের ইশারায় খসে পড়ে বালির শরীর, উড়ে আসা ধবল বক খুঁজে নেয় জৈব শৈশব...

 

বোহেমিয়ান খুলে দেয় তার সীলমোহর
এক দুই তিন বোতামঘর, নিত্যকার সাজানো বয়েম থেকে তুলে নিতে অমিমাংসিত খবর।

 

রোজ রোজ দীর্ঘায়িত হয় দর্শনার্থীর উপচে পড়া
ভীড়, এই সব না পড়তে পারা অন্যরকম জলে।


মিলন মাহমুদ