শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

অন্ধকারের কূপ

প্রকাশিত: ২৮ মে ২০১৯  

এ কী সমাজের নিয়ম-রীতি
মানুষে মানুষে করে কূটনীতি
লড়াই করে দিবারাত্রী।


বিষে ভরা সবার নয়ন
পাথরের তৈরি মন;
ঝগড়া-বিবাদ তাদের নিত্যদিনের কাজ
মানুষের নেই কোনো লাজ।

 

সমাজে থাকে তবু
সমাজ কী তারা জানে না ;
ঐক্যবদ্ধ হতে হবে সেটা কেউ মানে না।
এ কী সমাজের রূপ ,
মনে হয় যেন অন্ধকারের কূপ।

 

জীবন-মৃত্যুর খেলা মানুষ
খেলতে ভালোবাসে ,
ধোকা দিয়ে বোকা বানিয়ে
একে অপরের উপরে চলে ;
ধোকাই যদি বড় হবে
সব মানুষই বোকা তবে।


হৃদয়হীন মানুষ সত্যিই
পশুর ন্যায় চলে।


অন্ধকারের কূপে সবাই পরেছে
মরণ খেলায় মানুষ মেতে উঠেছে।
মারামারি, রক্তারক্তি
প্রাণ গেল অনেকগুলি।

 

বুঝবে কখন তারা
মরণ নয় সহজ কথা;
পাথরের মন -
তাই বুঝি লাগে না ব্যাথা।


আর কত করবে তারা
জীবন নিয়ে হেলাফেলা,
খেলবে মরণ খেলা !

 


এ কী সমাজের রূপ
মনে হয় যেন অন্ধকারের কূপ।


নাহার রহমান নুপুর