শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

অনুতাপ

প্রকাশিত: ২২ জুলাই ২০১৯  

আজ অনাধিকাল পর এই সমাধিহীন প্রেম
এক স্পর্শহীন অনুভবের শিহরণ,
দৃষ্টিহীন দেখা তাকে অনুমানে জাগরণ
অজ্ঞাত নয় জ্ঞাত অজানায় আহরণ 
পেশা নয় নেশা সেই বাতাসের সমীরণ।

 

দিনভর রাতভর সেই স্বপ্নে বিভোর
বৃষ্টির আসক্তি চোখ আর মনের ভিতর,
শেষ হয়েও হয় না শেষ আসক্তির বৃষ্টি
তার আর আমার অনাধিকালের প্রেম
আমিও বুঝিনি, সেও বুঝে নি
বুঝেও হয়তো কেউ বুঝতেই চাই নি।

 

শাস্তি দিলেই তো আর হয় না শেষ 
অভিমানের অনুতাপ জমেছে অনিঃশেষ
অনুতাপের আগুনে জ্বলে পুড়ে 
অভিমানের বদলে প্রেম হয় নিঃশেষ 
অনুতাপের দহনে আজো এই মন বিদ্বেষ।


নাহার রহমান নুপুর