মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাউল বিতরণ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার ইসদাইর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে নগদ টাকা ও চাউল বিতরণ করেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা সদর অফিস প্রাঙ্গণে ৪০ টি পরিবারের মাঝে নগদ দুই হাজার টাকা ও ২০ কেজি চাউল বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের মেম্বার আলী আকবর। এছাড়াও ত্রাণ অধিদপ্তরের কর্মকর্তারা এ বিতরণে অংশ নেয়।

 

আলী আকবর জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা নিজেদের সর্বস্ব হারিয়েছে তাদের অসহায় অবস্থা ও মানবিক দিক বিবেচনা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে ক্ষতিগ্রস্থ ৪০ টি পরিবারের মাঝে নগদ দুই হাজার টাকা ও বিশ কেজি চাউল বিতরন করা হয়েছে। 

 

উল্লেখ্য, গত শনিবার রাত আনুমানিক তিনটার সময় ইসদাইর বস্তিতে আগুন লাগে। এ ঘটনায় প্রায় অর্ধশত বসত ঘর ও জুটের গোডাউন পুড়ে যায়। 

এই বিভাগের আরো খবর