
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৪:১২ পিএম
পাকিস্তানে হামলায় ৭০ সন্ত্রাসী নিহত, দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৫, ০১:০১ পিএম

ছবি : সংগৃহীত
পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মিরে সন্ত্রাসবিরোধী অভিযানে একযোগে ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৭ মে) ভোররাতে চালানো এই হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর দাবি, নিহতদের সবাই সন্ত্রাসী।
প্রতিবেদনে বলা হয়, রাত ১টা ৪৪ মিনিটে শুরু হওয়া এই অভিযান চালানো হয় লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মোহাম্মদের শক্ত ঘাঁটিগুলোর বিরুদ্ধে। হামলায় লক্ষ্যবস্তু ছিল মুরিদকে ও বাহাওয়ালপুরের মতো গুরুত্বপূর্ণ ঘাঁটি। ভারতীয় বাহিনী ২৪টি সুনির্দিষ্ট মিসাইল দিয়ে এই অভিযান পরিচালনা করে।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ হামলায় ৭০ জন সন্ত্রাসী নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছে। এতে সংশ্লিষ্ট সংগঠনগুলোর অপারেশনাল সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেয়েছে।
এই অভিযান ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে। ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন, যাদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিক ছিলেন।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলায় শুধুমাত্র সেইসব ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল যেগুলো থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা ও পরিচালনা করা হয়। পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, এই অভিযান সুনির্দিষ্ট, সীমিত এবং উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্যে নয়। ভারত সংযম দেখিয়েছে, কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
এই হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে বলে ধারণা করছে আন্তর্জাতিক মহল।