শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

সোনারগাঁয়ে মহাসড়কে যানজটে আটকে থাকা পরিবহনে ডাকাতি

প্রকাশিত: ১৪ মার্চ ২০১৭   আপডেট: ১৪ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : সোনারগাঁয়ে মহাসড়কে যানজটে আটকে থাকা পরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ব্যক্তিগত গাড়িতে অবস্থানরত পরিবারের এক শিশুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট নিয়ে গেছে ডাকাতরা। মঙ্গলবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ত্রিবর্দী এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানায়, রাজধানীর ধানমন্ডি ১৯ নাম্বার থেকে এক চিকিৎসক দম্পত্তি তার শিশুপুত্রকে নিয়ে ব্যক্তিগত গাড়ি (চট্টমেট্রো-গ ১১-৬৭৬৪) করে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের ত্রিবর্দী এলাকায় ডাকাতি দলের কবলে পড়েন। ডাকাতির কবলে পরা চিকিৎসক দম্পত্তির বরাত দিয়ে স্থানীয় এক সিএনজি চালক জানান, চিকিৎসক দম্পত্তির গাড়িটি ত্রিবর্দী এলাকায় ভোর আনুমানিক পৌনে ৪ টার দিকে মহাসড়কে যানজটে আটকা পরে। যানজটে অবস্থানের সময় ত্রিবর্দী এলাকায় আচমকা ধারালো অস্ত্র হাতে ৮/১০ জনের একদল ব্যক্তি গাড়ির সামনে এসে কোন কিছু বোঝার আগেই চিকিৎসকের স্ত্রী’র কোলে থাকা শিশুটিকে অস্ত্রের মুখে জিম্মি করে শরীরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পরে। পরে চৌরাস্তা এলাকায় অবস্থানরত টহল পুলিশের কাছে ঘটনার বিবরণ দেয়। এ বিষয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতির শিকার ব্যক্তি এ বিষয়ে কোন অভিযোগ করেননি। তবে, এ বিষয়ে অবগত করেছেন।
এই বিভাগের আরো খবর