শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

বাবলার বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রত্যাহার দাবি নারায়ণগঞ্জ নাগরিক কমিটির

প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৭   আপডেট: ৪ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : ‘দৈনিক যুগের চিন্তা’র সম্পাদক, চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোরছালীন বাবলার বিরুদ্ধে দায়ের করা মামলার নিন্দা ও প্রত্যাহার দাবি করেছেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিবৃতি দিয়েছে নাগরিক কমিটি। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, নারায়ণগঞ্জে স্থানীয় কিছু-কিছু সংবাদ পত্র একদিকে যেমনি সাহসীকতার সাথে সমাজের সমস্যা সংকট তুলে ধরছে পাশাপাশি কিছু কিছু সংবাদ পত্র বানিজ্যিক প্রয়োজনে এর পরিবর্তে ব্যক্তি স্তুতি বা ব্যক্তির বিরুদ্ধতায় মেতে আছে। যারা সাহসীকতার সাথে সংবাদ প্রচার করছে তাদেরকে নিবৃত্ত করার জন্য আজকে বিভিন্ন ভাবে নাজেহাল ও হয়রানী করা হচ্ছে। অতি সম্প্রতি নারায়ণগঞ্জের বহুল প্রচারিত দৈনিক ‘যুগের চিন্তা’র সম্পাদক মোরছালীন বাবলার বিরুদ্ধে ৫৭ধারায় তথ্য-প্রযুক্তি আইনে যে মামলা করা হয়েছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে রাজনৈতিক কর্মী বাদী হয়ে মোরছালীন বাবলার বিরুদ্ধে মামলাটি করেছেন তার সম্পর্কে ইতিপূর্বে মাদক, সন্ত্রাস সহ বিবিন্ন অপরাধের তথ্য ইতিপূর্বে সংবাদ পত্র-পত্রিকায় দেখেছি। ইতি পূর্বেও আমরা দেখেছি এ পত্রিকা ও এর সম্পাদকের বিরুদ্ধে এমনি উদ্দেশ্য প্রনোদিত মামলা করা হয়েছে। এ মামলাটিও একটি রাজনৈতিক উদ্দেশে ও হয়রানী মূলক বলে আমরা মনে করছি। এবং অনতি বিলম্বে মমলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
এই বিভাগের আরো খবর