শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

কুতুবপুরে অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনে আলোচনা চলছে: অতিরিক্ত পুলিশ সুপার

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭

যুগেরচিন্তা ২৪ ডট কম ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)  মোহাম্মদ  মোস্তাফিজুর রহমান বলেছেন, গুটি কয়েক মাদক বিক্রেতা ও সন্ত্রাসীদের কাছে পুরো সমাজের মানুষ জিম্মি হয়ে থাকতে পারে না। সমাজ থেকে মাদক নির্মূল করার জন্য  সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।  কুতুবপুর এলাকায় একটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য আলোচনা চলছে। উত্তর রসুলপুরে  মাদক সম্রাট  বিল্লাল  মিশরী ও তার বাহিনীর হামলার প্রতিবাদে  অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে উত্তর রসুলপুর বাসীর উদ্যোগে ও্ই সভার আয়োজন করা হয়। কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’- সার্কেল) শরফুদ্দিন আহম্মেদ, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন, কদমতলী থানা অফিসার ইনচার্জ(তদন্ত) আরশেদুল হক ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিমউদ্দিন। উত্তর রসুলপুরে বিল্লাল মিশরীর হামলা, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে শনিবার বিকেলে এলাকাবাসী এই সমাবেশের আয়োজন করে।  সমাবশে কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জসিমউদ্দিন বলেন, কুতুবপুরে ক্ষমতাসীন দলের লোকজনের শেল্টারেই মাদক বিক্রী হচ্ছে। প্রথমে যারা নেতা হয়ে মাদক বিক্রেতাদের শেল্টার দিচ্ছে তাদের গ্রেফতার করতে হবে। তাহলেই কুতুবপুর থেকে মাদক দূর হওয়া সম্ভব । সমাবেশে বক্তারা বলেন, কুতুবপুরে মাদক একটি বড় সমস্যা। সম্প্রতি  বিল্লাল মিশরীকে রসুলপুরে মাদক বিক্রী করতে না দেয়ায় তার বাহিনীর হামলা করেছে।  এ ছাড়াও কুতুবপুরে একটি পুলিশ ফাঁড়ি এখন সময়ের দাবি। সভায় আরো বক্তব্য রাখেন  আবু ইউসুফ, রফিকুল ইসলাম মিন্টু, আবুল বাশার, জামাল উদ্দিন, দ্বীন ইসলাম দীলু, মজিবুর রহমান ও বিউটি প্রমুখ।
এই বিভাগের আরো খবর