মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফতুল্লায় চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতা

প্রকাশিত: ২৮ মার্চ ২০১৭   আপডেট: ২৮ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (ফতুল্লা) : ফতুল্লা পিলকুনি এলাকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পিলকুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন, কবিতা আবৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব মোঃ মোবারক হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বীর বাঙ্গালিরা স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করে ছিল। বঙ্গবন্ধু ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষনা করেন। ৯ মাস সশ্রস্ত্র যুদ্ধের পর ৩০ লক্ষ শহীদের আত্ম ত্যাগ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করি। তিনি স্কুলের কোমল মতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু তোমাদের মত ছোট শিশুদের অত্যান্ত ভাল বাসতেন। যার কারনে বঙ্গবন্ধুর জন্ম দিনকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষনা করা হয়েছে। মোঃ মোস্তফা মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিলকুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা জেসমিন আরা, মোঃ ইকবাল হোসেন মোল্লা, মোস্তাক আহম্মেদ, হাজী বাহারুল ইসলাম মোল্লা, বিরেন চন্দ্র দাস, মাসুদ খন্দকার, লুৎফর রহমান প্রমুখ। অপর দিকে দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাইন বিল্লার সভাপতিত্বে স্কুল প্রাঙ্গনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আলহাজ মোঃ মোবারক হোসেন, এ কে এম শাহিন, শিক্ষক প্রতিনিধি শিল্পী আক্তার, রোমান নাহার লাকী, শাহ আলম মৃধা, শিক্ষক যতন বাবু,  আবু জাফর, রোকেয়া আক্তার প্রমুখ।
এই বিভাগের আরো খবর