মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১

প্রচারণা ছাড়াই কাশিপুর ক্লাবের বই মেলা : বিপাকে প্রকাশনী ব্যবসায়ীরা

প্রকাশিত: ২২ মার্চ ২০১৭   আপডেট: ২২ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : কাশিপুর ক্লাব গত ১৭ মার্চ   কাশিপুর প্রাইমারী স্কুল মাঠে বই মেলার আয়োজন করে। মেলা চলবে ২৬ মার্চ পর্যন্ত । কিন্তু বিপত্তি আয়োজকরা কোন প্রচারণাই করেননি।  আয়োজকদের কথায় ঢাকা থেকে  ছুটে আসেন ২১টি প্রকাশনী। আয়োজকদের গা ছাড়া ভাবে জমে উঠেনি বই মেলা। এতে লোকসান গুনতে হচ্ছে মেলায় আগত প্রকাশনী ব্যবসায়ীদের। কাশিপুর ক্লাব গত ১৭ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্বাধীনতা বই মেলার আয়োজন করে। যা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।  তবে হতাশ প্রকাশনী  ব্যসায়ীরা।  ঢাকা থেকে বই মেলার জন্য আসেন শেকড় প্রকাশন, অক্সব্রিজ স্কুল কালেকশন, জিনিয়াস প্রকাশনী, শব্দ শৈলী,প্রতিভা প্রকাশন, শিকড় প্রকাশন, একুশে বাংলা প্রকাশন, আহম্মেদ পাবলিশার্স, শিরীন পাবলিকেশন্স, ঝিঙ্গেফুল প্রকাশন, রুপ প্রকাশন, অক্ষর প্রকাশন, কলি প্রকাশন, পাঞ্জেরী প্রকাশন, ভাষা চিত্র, অন্য প্রকাশ, জাগৃতি প্রকাশনী, মূর্ধণ্য প্রকাশনী, রিদম প্রকাশন, সদর প্রকাশন ও আগামী প্রকাশনী। কিন্তু আয়োজকদের উদাসীনতার কারণে অনেক আশা নিয়ে আসা প্রকাশনী ব্যবসায়ীরা হতাশ।  কারণ বই  মেলা উপলক্ষ্যে কাশিপুর ক্লাব কোন ব্যানার, ফেষ্টুন বা তেমন কোন প্রচার প্রচারণা করেননি।  আর আয়োজকদের এমন উদাসীনতায়  প্রাণের বই মেলা  নিথর হয়ে আছে।  আগামী ২৬ মার্চ পর্যন্ত চলবে বই মেলাটি। তবে আশার কোন আলোই জেনো দেখছেনা বই মেলায়  আসা স্টলগুলোর ব্যবসায়ীরা।  বই  মেলা উপলক্ষ্যে কাশিপুর ক্লাবের কমিটির লোকেরা শুধু বিকাল   থেকে রাত পর্যন্ত চা পানেই ব্যস্ত থাকে।  মেলা জমে উঠার ব্যাপারে তাদের কোন মাথা ব্যাথা নেই। এব্যাপারে  অন্য প্রকাশের হাবিব বলেন, গত ৫দিনে আসলে  তেমন বই বিক্রি করতে পারেনি প্রকাশনীগুলো। আমাদের প্রকাশনী এই ক’দিনে ২হাজার টাকার বই বিক্র করেছি। অপরদিকে জাগৃতি প্রকাশনী মাত্র ১হাজার টাকার বই বিক্রি করেছে বলে জানায় শুভ। আয়োজকদের বিরুদ্ধে বই মেলা প্রচারণা না করার অভিযোগও করেছেন অনেকে। এ ব্যাপারে কাশিপুর ক্লাবে  সভাপতির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও  তিনি ফোন রিসিভ করেননি। বাধন/এস
এই বিভাগের আরো খবর