শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে আইন শৃঙ্খলার অবনতির আশংকা : থানা আ’লীগের ছায়া সভাপতি ওসি সরাফত উল্লাহ!

প্রকাশিত: ২০ মার্চ ২০১৭   আপডেট: ২০ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : নানা বিতর্কিত কর্মকান্ডের কারণে আবারো আলোচনায় সিদ্ধিরগঞ্জ। র‌্যাব সদর দফতরের ফোর্সেস ব্যারাকে আত্মঘাতী হামলার ঘটনায় নিহত আবু মো. হানিফ মৃধার ঘটনা সিদ্ধিরগঞ্জকে নতুন করে আলোচনায় এনেছে। কারণ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে সিদ্ধিরগঞ্জ থেকেই তুলে নেয়া হয়েছিল। তাছাড়া সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অপরাধীরা নির্বিঘ্নে অপরাধ সংঘটিত করে পার পেয়ে যেতে পারে। গুম, খুন, অপহরন, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমিদস্যুতা, দখলবাজি, ছিনতাই, মিথ্যা মামলা দিয়ে একে অপরকে হয়রানী সব কিছু সম্ভব এখানে। দিন দিন আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটলেও প্রশাসন নির্বিকার। তবে সাধারণদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করলেও প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না তারা। আবার কথিত কিছু সাংবাদিকও নিরীহ মানুষদের সাথে আইনশৃংখলাবাহিনীর সদস্যের চেয়ে কঠোর আচরন করেন। মিথ্যা সংবাদের ভয় দেখিয়ে চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং সবই করছে অসাধু পুলিশ কর্মকর্তাদের সহায়তায়। যদিও ইতিমধ্যে চাঁদাবাজির অভিযোগে ৭ সাংবাদিক গ্রেপ্তার হয়ে কারাবন্দি রয়েছে। তবে সিদ্ধিরগঞ্জ থানার ওসির কক্ষে বসে তাঁতীলীগের এক নেতার কাছ থেকে জোর করে সাদা কাগজে ১৮ লাখ ৫০ হাজার টাকার লেনদেনের লিখিত রাখার ঘটনায় নানা প্রশ্ন উঠে। অন্যদিকে এক ব্যবসায়ী জামিনের কাগজপত্র (রিকল) জমা দিতে গেলে ওসির নির্দেশে এস আই সামসুল আলম তাকে আটক করে। পরে ৪ ঘন্টা পর রাত সাড়ে ৯টার দিকে মোটা অংঙ্কের টাকার বিনিময়ে সমঝোতা হওয়ার পর থানা আওয়ামীলীগের এক শীর্ষ নেতার জিম্মায় তাকে মুক্তি দেয়া হয়। এমন ঘটনা হরহামেশাই ঘটছে। এছাড়া সানারপাড়ের মাদক ব্যবসায়ী ইসমাইল ও তার সহযোগী কর্তৃক পুলিশ নাজেহাল হয়। কিন্ত এ ঘটনায় মামলা হয়নি। অভিযোগ আছে পুলিশেরই অপর একটি অংশ মাদক ব্যবসায়িদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নেয়। মাসোহারা না দিলেও চলে কথিত অভিযান। অপরদিকে ওসি সরাফত উল্লাহর ভাই পুলিশ কর্মকর্তা এসআই সামসুল আলম, এসআই ওমর ফারুক ও এএসআই নরুল ইসলামের বিতর্কিত কর্মকান্ড এবং রাতের আধাঁরে সাদা পোশাকে নিরিহ জনসাধারনকে আটক করে সামারি বাণিজ্যতে মানুষ অতিষ্ঠ। মাদকের ট্রানজিট পয়েন্টও সিদ্ধিরগঞ্জ। আইনশৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে মুক্তিনগরে নাজমা, তার ছেলে ও ভাই শ্রমিকলীগ নেতা লিটনের মাদকের হাটে প্রকাশ্যে মাদক বেচাকেনা হলেও পুলিশ নিশ্চুপ। অন্যদিকে মিজমিজিতে বোমা ফাঠিয়ে ও গুলি করে স্বর্ণের দোকানে ডাকাতিসহ বিভিন্ন ঘটনা ও কর্মকান্ডের জন্য সিদ্ধিরগঞ্জ থানা ও থানার অফিসার ইনচার্জের নাম আলোচনায় উঠে এসেছে। এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান  নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের সামনে মিজমিজিতে একটি অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে উপস্থাপনা করায় ব্যাপক আলোচনা সমালোচনা হয়। এর আগেও থানা প্রাঙ্গনে বালুর মাঠে কমিউনিটি পুলিশের সভায় প্রকাশ্যে এমপি শামীম ওসমানের জন্য দোয়া চেয়ে গুনগান গাওয়ায় সমালোচিত হন ওসি মু. সরাফত উল্লাহ। এ সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ (অপরাধ) মতিউর রহমানসহ থানা আ’লীগের শীর্ষ নেতৃবৃন্দরা। সিটি নির্বাচনের আগে ওসমানী স্টেডিয়ামে শামীম ওসমানের জনসমাবেশে লোক সমাগমের জন্য ওসির কক্ষে আওয়ামীলীগ নেতাদের বৈঠক হয়। ওই বৈঠকে ওসি ঠিক করে দেন কে কত গাড়ি লোক নিবে। আবার আওয়ামীলীগের বিভিন্ন সভায় তার প্রত্যক্ষ উপস্থিতি নানা প্রশ্নের সৃষ্টি করলেও অনেকের মতে, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের ছায়া সভাপতি হচ্ছেন ওসি সরাফত উল্লাহ। যা তার কর্মকান্ডে প্রমান করে। ছায়া সভাপতি হিসেবে তিনিই আওয়ামীলীগকে চালাচ্ছেন। কারণ ৮০ দশকে সরকারী তোলারাম কলেজে শামীম ওসমানের কর্মী ছিলেন সরাফত উল্লাহ। পরে শীর্ষ তারকা সন্ত্রাসী বর্তমানে বিদেশে পলাতক অগা মিঠুর বোনকে বিয়ে করে আলোচায় উঠে আসেন তিনি। শামীম ওসমানের চামচামীর কারণে তিনি এখন সিদ্ধিরগঞ্জে এমপির প্রধান ব্যক্তি। ফলে কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলে না। আর এই সুযোগে বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের মাধ্যমে সিদ্ধিরগঞ্জকে আলোচনায় রাখছেন তিনি। সিদ্ধিরগঞ্জ থানা সম্বন্ধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এক মিটিংয়ে মেয়র সেলিনা হায়াৎ আইভি বলেন, সিদ্ধিরগঞ্জ থানার ওসির এতোই ক্ষমতা এসপি ও ডিসিরা তাকে কিছুই করতে পারেনা। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসির কাছে জানতে চাইলে তিনি বলেন, সিদিরগঞ্জের আইন শৃৃঙ্খলা সম্পূর্ণ ভালোর দিকে আছে অবনতির কোন বিষয় আমি দেখিনা সেটা ধরে রাখার জন্য যা করার দরকার তা করছি। মেয়র আইভির উক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মেয়র আইভীকে একজন জনপ্রিয় নেত্রী হিসাবে জানি। তাকে নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে তিনি কখনও এমন অভিযোগ করেছেন জানা নেই।
এই বিভাগের আরো খবর