শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

নগরীতে থেমে থেমে বৃষ্টি, চৈত্রের আবহাওয়া আষাঢ়ের ঢলে পরিণত

প্রকাশিত: ২০ মার্চ ২০১৭   আপডেট: ২০ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : রোববার রাতের বৃষ্টি থেমে থেমে চলছে সোমবার বিকেলেও। বসন্তের দক্ষিণা বাতাসের সাথে অসময়ের ঝিরি ঝিরি বৃষ্টি। ব্যস্ত নগরীতে কর্মজীবী মানুষের কর্মস্থলে পৌছতে কিছুটা বাধার সৃষ্টি করলেও জনমনে নিয়ে এসেছে স্বস্তি। বসন্তের শুরুতে সদ্য গজিয়ে উঠা পাতাগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। ধুলোবালি মুক্ত রাস্তাঘাট, হকার বিহীন ফুটপাথ, হিমেল হাওয়া, গাছে গাছে সবুজ কচি পাতা এ যেন অন্য এক শহর। প্রকৃতির অপরূপ সৃষ্টিতে এ যেন চৈত্রের এক ভিন্ন রূপ। ফাল্গুনের শেষ ও চৈত্রের শুরু থেকেই কেবল বৃষ্টি। সচরাচর এ সময় বৃষ্টি দেখা যায় না। অথচ এ বৃষ্টি যেন চৈত্রের আবহাওয়াকে আষাঢ়ের ঢলে পরিণত করেছে। এই ঢল অনেকের জন্য স্বস্তি হলেও কর্মব্যস্ত মানুষের যাতায়াতের জন্য অনেকটা অস্বস্তির কারন হয়ে দাড়িয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ছয়টা থেকেই সকাল নয়টা পর্যন্ত তিন ঘন্টায় ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। সেইসাথে নারায়ণগঞ্জেও সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারনে, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের তাদের গন্তব্যস্থলে যেতে বিড়ম্বনায় পড়তে হয়। সকাল থেকে বৃষ্টি হলে ও রাস্তার যান চলাচল সচল ছিল। কোথাও তেমন কোনো যানজট দেখা যায় নি। এরপরও জনজীবনে ফিরে এসেছে স্বস্তি। গরমের যন্ত্রনা ও ধুলো ঝড়ের আবহাওয়া থেকে মুক্তি থেকে পেয়েছে নগরবাসী। এ নিয়ে আলাপকালে তোলারাম কলেজ ছাত্রী  লাবণ্য কথা জানায় গতকাল রাত থেকেই বৃিষ্টর গান বাজছে মুঠোফোনে। বেশ রোমান্টিক মহুর্তের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছি। বৃষ্টির রিমিঝিমি শব্দের ছন্দে হৃদয়ে আনন্দের নৃত্য দোল খাচ্ছে। ফুটপাতের দোকানি জসিম হাওলাদার বলেছেন, বৃষ্টিতে জীবনে স্বস্তি ফিরে আসলেও দোকান খুলতে না পেরে বেশ চিন্তিত। যদি দিনভর এভাবে বৃষ্টি হয় তাহলে জীবন যাত্রা ব্যহত হবে। শিমুল/রিতা/এস
এই বিভাগের আরো খবর