শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

গোদনাইলে বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‌্যালী

প্রকাশিত: ১৭ মার্চ ২০১৭   আপডেট: ১৭ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সিদ্ধিরগঞ্জ) : সিদ্ধিরগঞ্জের গোদনাইলে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আনন্দ র‌্যালী ,আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেটকাটার মধ্যে দিয়ে দিনটি পালন করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। শুক্রবার সন্ধ্যায় গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ বারির বাস ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ বারি সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য ও নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের যুগ্ন আহবায়ক জোবায়েল আহমেদ মুনজুর, থানা জাতীয় পাটির সভাপতি কাজী মহাসিন, থানা কৃষকলীগের সাধারন সম্পাদক ইয়াছিন মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহাবুব আলম, গোদনাইল ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি শাহজাহান সরকার, গোদনাইল ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি কাজী অহিদ আলম, ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক শাহদুল্লাহ, নাসিক ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা সেকান্দার প্রমূখ। এসময় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতোনা। তাই বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদশে রুপান্তর করতে সরকার কাজ করছে। তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা রূপান্তর হবে। এর আগে বিকালে তাঁতখানা থেকে একটি আনন্দ র‌্যালী বৌ বাজার, চৌধুরী বাড়ি শিমরাইল- নারায়ণগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে।
এই বিভাগের আরো খবর