শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সেবার নামে প্রতারণা, বন্দরে শ্রাবন সুপার পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়

প্রকাশিত: ১৫ মার্চ ২০১৭   আপডেট: ১৫ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : বন্দরের যোগাযোগ বঞ্চিত মানুষের অসুবিধার কথা চিন্তা করে গত ৬ মার্চ বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিব ও শ্রাবণ পরিবহণ পরিচালক মীর আব্দুস সেলিমের তত্ত্বাবধানে মদনগঞ্জ টু গুলিস্তান শ্রাবণ সুপার নামে একটি বাস সার্ভিস চালু হয়। স্বাধীনতার পর থেকে বন্দরের জনগণের সাথে বিভিন্ন রাজনৈতিক দল, নানা সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান নানা কৌশলে প্রতারণা করে যাচ্ছে, যার কারণে প্রাচ্যের ডান্ডি খ্যাত এই জনবসতির অবকাঠামো, শিক্ষা, যোগাযোগ, কর্মসংস্থান, সেবায় এখনো আধুনিকতার ছোঁয়া পায়নি। শ্রাবণ পরিবহণ দীর্ঘ প্রায় দুই যুগ ধরে সেবার নামে মানুষকে জিম্মি করে রেখেছে, নানাভাবে হয়রানির স্বীকার হয়েছে বন্দর উপজেলার জনগণ। পরিবহনের স্বার্থে গুলিস্তান থেকে মদনপুর সেবা চালিয়েছে ফলে দীর্ঘ ১৩ কিলোমিটার পথ (মদনপুর-মদনগঞ্জ) যাত্রীরা অটোরিকশা, সিএনজির মাধ্যমে জীবনের ঝুঁকি ও বর্ধিত ভাড়ায় যাতায়াত করেছেন। শীতলক্ষ্যার উপর দিয়ে দুইটি সেতুর কাজ যখন চলমান তখন সম্মানিত শ্রাবণ পরিবহণ পরিচালক সাহেব ব্যবসায়ী দূরদর্শী পরিকল্পনা বাস্তবায়ন করতেই দ্রুত মানব সেবার এমন মহৎ পরিকল্পনা বাস্তবায়ন করেন কিন্তু এমন গলাকাটা সেবাই কি বন্দরবাসীর প্রাপ্তি ? যোগাযোগ মন্ত্রণালয় পরিবহণ ভাড়া নির্ধারণ করে দিয়েছেন, বড় বাস প্রতি কিলোমিটারে ১.৭০ টাকা এবং ছোট বাস প্রতি কিলোমিটার ১.৬০ টাকা। শ্রাবণ পরিবহণ ভাড়া নির্ধারণ করেছেন ২/৩ গুণ বেশী। খোঁজ নিয়ে জানা যায় মদনগঞ্জ থেকে ঢাকা ভাড়া ৫০ টাকা দূরত্ব প্রায় ২২ কিলোমিটার, দাসেরগাঁও থেকে কাঁচপুর ২৫ টাকা দূরত্ব প্রায় ৮ কিলোমিটার, আবার মদনপুর থেকে বন্দর ২০ টাকা দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। বিষয়টি নিয়ে প্রতিদিন যাত্রী সাধারণ ক্ষোভ প্রকাশ করছেন। ভাড়া বেশী নেয়ার কারণ খতিয়ে দেখতে এবং আশু সমাধানের জন্য যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করছেন যাত্রীসাধারণ।
এই বিভাগের আরো খবর