শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

ইইউ থেকে ইউকের বের হওয়ার বাধা কাটল

প্রকাশিত: ১৪ মার্চ ২০১৭   আপডেট: ১৪ মার্চ ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের (ইউকে) পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে ব্রেক্সিট বিল পাস হয়েছে।এর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সাংবিধানিক বাধা কাটল। এখন যুক্তরাজ্যের সংবিধানের ৫০ অনুচ্ছেদ কার্যকর করে ইইউ থেকে বিচ্ছিন্ন হওয়ার পথ প্রশস্ত হলো।বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।পার্লামেন্টের সংসদ সদস্য ও উচ্চকক্ষের সদস্যদের মধ্যে তুমুল বিতর্কের পর ব্রেক্সিট বিল পাস হলো। আশা করা হচ্ছে, মঙ্গলবার বিলটি রানী দ্বিতীয় এলিজাবেথের অনুমোদন পাবে এবং এ দিনই তা আইনে পরিণত হবে। এর পরই প্রধানমন্ত্রী থেরেসা মে ইইউ থেকে যুক্তরাজ্যকে প্রত্যাহার করে নেওয়ার খোলামেলা আলোচনা চালাতে সক্ষম হবেন।এএনথেরেসা মে মঙ্গলবার থেকে ৫০ অনুচ্ছেদের আলোকে কাজ শুরু করতে পারবেন এবং এটি হবে ব্রেক্সিটের আনুষ্ঠানিক কার্যক্রমের শুরু।তবে ডাউনিং স্ট্রিট সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই এ কাজ শুরু হচ্ছে না। প্রধানমন্ত্রী এ মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান। তারপর ইইউ থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে চান। এভাবে শুরু হলে পুরো প্রক্রিয়াটি শেষ হতে দুই বছর লেগে যাবে।
এই বিভাগের আরো খবর