শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

রূপগঞ্জে গৃহবধূকে নির্যাতন করে বাড়ি থেকে বিতারিত

প্রকাশিত: ১৪ মে ২০১৭   আপডেট: ১৪ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রুপগঞ্জে দাবীকৃত যৌতুকের টাকা না দেয়ায় এক গৃহবধূকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার পিতলগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে। নির্যাতিত গৃহবধূ পিংকি আক্তার জানান, গত ৭ বছর আগে রূপসী স্লুইজ গেইট এলাকার নুর মোহাম্মদের মেয়ে পিংকি আক্তারের সঙ্গে পিতলগঞ্জ এলাকার আবু সিদ্দিক মিয়ার ছেলে মাসুদ মিয়ার ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের সময় স্বর্নালংকার ও নগদ টাকাসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল যৌতুক হিসেবে দেয়া হয়। বিয়ের পর তাদের সংসারে দুটি সন্তানের জন্ম হয়। এর পর থেকে যৌতুক লোভী স্বামী তার স্ত্রীর নিকট তার বাপের বাড়ি থেকে ১ লাখ টাকা এনে দিতে বলে। পিংকি আক্তার তার বাপের বাড়ি থেকে কোন প্রকার টাকা এনে দিতে পারবেনা বলে তার স্বামীকে সাফ জানিয়ে দেয়। পরে যৌতুকলোভী স্বামী আর স্ত্রীকে নির্যাতন করে দুই সন্তানসহ বাড়ি থেকে বের করে দেয়। এ ব্যপারে রূপগঞ্জ থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
এই বিভাগের আরো খবর