শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

বিশ্ব মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে জেলা জুড়ে পালিত হল শবে বরাত

প্রকাশিত: ১২ মে ২০১৭   আপডেট: ১২ মে ২০১৭

স্টাফ রির্পোটার (যুগের চিন্তা ২৪ ডট কম) : রাতভর নামাজ আদায়, কোরআন, তেলাওয়াত, জিকির, ও নফল ইবাদতের মধ্য দিয়ে সারাদেশের মত নারায়ণগঞ্জে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল বারাআত।  ধর্মপ্রাণ মুসলমানরা নিজ নিজ গুনাহ মাফের আশায় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পালিত হল সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত। ‘আল্লাহ আল্লাহ’ রবে মুখরিত ছিল নগরীর চারদিক। মাগরিবের পর মসজিদে মসজিদে একে একে সমবেত হচ্ছিল ধর্মপ্রান মুসল্লিরা । রাতের গভীরতার সাথে সাথে বাড়তে থাকে মুসল্লিদের আনাগোনা। এশার নামাজের পর ফজরের আগ পর্যন্ত মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শবে বরাতের গুরুত্ব ও ফজিলত তুলে ধরে চলে বয়ান, জিকির আসকার ও মিলাদ মাহফিল। আল্লাহর নৈকট্য লাভে রাতভর নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির, ও নফল ইবাদতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসলমানেরা। পুরনো ভুল-ত্রুটি থেকে মুক্তি আর পাপ ও পঙ্কিলতা মুক্ত আগামী দিনের কামনায় ফজরের নামাজের পর নগরীর মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ  দোয়া। পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার দরবারে দুই হাত তুলে অশ্রু বিসর্জন। এভাবেই মসজিদে-মসজিদে সারারাত নফল নামাজ ও মোনাজাতে মগ্ন ছিলেন ধর্মপ্রাণ মুসলমানরা। উদ্দেশ্য মহিমান্বিত লাইলাতুল বরাতের রাতে সৃষ্টিকর্তার  নৈকট্য লাভ, পাপ মুক্তি ও সুন্দর আগামীর। পূণ্যময় এই রাতে, পরপারে ঠাঁই নেয়া প্রিয়জনদের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন স্বজনরা। একইসাথে দান-খয়রাত করেন। ফজরের নামাজের পর মসজিদে-মসজিদে করা হয় বিশেষ মোনাজাত। পাপমুক্তির পাশাপাশি পবিত্র এই রাতের মহিমায় উদ্ভাসিত হোক বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ববোধ। নারায়ণগঞ্জ নগরীসহ বাংলাদেশ তথা পুরো বিশ্বে প্রতিষ্ঠা পাক সুখ-শান্তিও সমৃদ্ধি।
এই বিভাগের আরো খবর