বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

বন্দরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

প্রকাশিত: ৯ মে ২০১৭   আপডেট: ৯ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : বন্দরের মুছাপুর ইউনিয়নের উত্তর বারপাড়া গ্রামের প্রবাসী সোহেল মিয়ার স্ত্রী সেলিনা আক্তার (২৯) গ্রাম্য চিকিৎসকের ভুল চিকিৎসায় সোমবার রাতে মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে। ঘটনার বিবরণে ও নিহতের ননদ শিউলীর সাথে কথা বলে জানা যায় ‘সোমবার সন্ধ্যায় সেলিনার প্রসব ব্যাথা উঠলে মুছাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মহিউদ্দিনের ত্রিবেনীর বাড়িতে গড়ে তোলা প্রাইভেট চেম্বারে ডাক্তার পরিচয় দেয়া বিভিন্ন হসপিটালে আয়া’র কাজ করা শাহীনার কাছে নিয়ে যায়। সে তার প্রাথমিক চিকিৎসা দেয়ায় সেলিনা একটি ছেলে সন্তানের জন্ম দেয়। কিছুক্ষণ পর সেলিনার ক্ষুধা লাগে এবং তাকে কিছু খেতে দেবার অনুরোধ জানালে ভূয়া চিকিৎসক শাহীনা তাকে কোন খাবার দিতে নিষেধ করে এবং তার পেটের ভিতরের বদরক্ত বের করতে হবে বলে জানায়। তখন সে সেলিনার পেটে জোরে চাপ দিতে থাকে আর চাপের কারণে তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে এবং তার অবস্থা আরও খারাপ হতে থাকে। অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত সোনারগাঁয়ের সেবা হসপিটালে নিলে হসপিটাল কর্তৃপক্ষ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে বলে এবং সেখানে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মহিন চেয়ারম্যানের বাড়ি থেকে ঐ ক্লিনিকের সাইনবোর্ড নামিয়ে ফেলা হয় এবং ভূয়া ডাক্তার শাহীনা পালিয়ে যায়। এদিকে তার মৃত্যুর খবরে তার স্বামী সোহেল ও তার মা বিদেশ তেকে মঙ্গলবার দেশে চলে আসে। সেলিনার লাশকে ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হয় এবং এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়। প্রশাসনের পক্ষ থেকে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে  এবং ভূয়া ও নামধারী আয়ার কাজ করা চিকিৎসক শাহীনা আত্মগোপনে রয়েছেনা।
এই বিভাগের আরো খবর