শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

সোনারগাঁয়ে সংঘর্ষের ঘটনায় মূল হোতারা এখনও ধরা ছোয়ার বাইরে

প্রকাশিত: ২ মে ২০১৭   আপডেট: ২ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সোনারগাঁ): নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও গ্রামে সংঘর্ষের ঘটনায় হামলাকারী মূল হোতারা এখনও রয়েছে ধরা ছোয়ার বাইরে। ফলে সন্ত্রাসীদের হুমকিতে ভুক্তভুগেী পরিবারের সদস্যরা প্রাননাশের ভয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁ গ্রামে গত ১৭ ফেব্রুয়ারী পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে ছয়হিস্যা গ্রামের রফিকুল ইসলাম সরকারের নেতৃত্বে সাইফুল ইসলাম, সাজ্জাদ আলী, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, আক্তার হোসেন, শ্যামল মিয়া, লিটন মিয়া, আলমগীর মেম্বার সহ ১০/১২ জনের একদল সন্ত্রাসী বাহিনী প্রতাবের চর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শামীম মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে তার অফিস ভাংচুর চালিয়ে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর দিন শামীমের মা শামসুন নাহার বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। তারা আরো জানান, শামীমের উপর বর্বরোচিত হামলাকারী সন্ত্রাসীরা এলাকায় আধিপত্য বিস্তারের নামে ত্রাস সৃষ্টি করছে। মাদক ও চোরাই তেল ব্যবসা সহ সমাজে অশালীন কাজে নিয়োজিত থাকে এ সন্ত্রাসী বাহিনী। এদিকে মামলা দায়েরের দুই মাস অতিবাহিত হওয়ার পরও পুলিশ আসামীদের সঙ্গে সখ্যতা করে এখন পর্যন্ত কোনো আসামীকে গ্রেফতার করেনি। সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়ায় মামলা তুলে নেওয়ার জন্য তাদের হুমকিতে ভুক্তভোগী পরিবারটি প্রাননাশের ভয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। মামলার বাদি শামীমের মা শামসুন নাহার জানান, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী রফিকুল ইসলাম সরকার, আক্তার হোসেন ও তার দুই ছেলে সহ তাদের সহযোগীরা আমার ছেলে শামীমকে কুপিয়ে আহত করে। অফিস ভাংচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসীরা পুলিশের সঙ্গে সখ্যতা গড়ে তোলায় এখন পর্যন্ত কোনো আসামী গ্রেফতার হয়নি। তারা আরো বেপরোয়া হয়ে প্রকাশ্যে আবারও আমাদের পরিবারের সদস্যদের উল্টো মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। ফলে আমরা এখন প্রাননাশের ভয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সোনারগাঁ থানার এস আই সজিব দত্ত জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করার চেষ্টা চলছে। আসামীরা সতর্ক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছেনা।
এই বিভাগের আরো খবর