মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

মে দিবসে গার্মেন্টস শ্রমিক সংহতি, বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সমাবেশ

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৭   আপডেট: ৩০ এপ্রিল ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : সোমবার মহান মে দিবস। এ দিবসকে সামনে রেখে সমাবেশের আয়োজন করেছে জেলা গার্মেন্টস শ্রমিক সংহতি এবং বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি। জাতীয় নুন্যতম মোট মজুরি ১৬০০০ টাকা, নিরাপদ কর্মপরিবেশ, গণতান্ত্রিক শ্রম আইন ও প্রকৃত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা এ সমাবেশের মূল দাবি। গার্মেন্টস শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অঞ্জন দাশ সমাবেশে সভাপত্বি করবেন। সমাবেশটি বিকেল ৩ টায় জেলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। অঞ্জন দাশ বলেন, মহান মে দিবসের সূত্রপাত ঘটেছিল ১৩১ বছর আগে। ৮ ঘন্টা শ্রমের দাবিতে ১৮৮৬ সালে আমেরিকার সিকাগো শহরে আন্দোলন করেছিল শ্রমিকরা। কিন্তু এখনো আমার দেশের শ্রমিকেরা ১২ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত কাজ করেন। তাদের নেই নিরাপদ কর্মস্থল, নিয়মিত ওভার টাইম করলেও পায় না তার শ্রমের ন্যয্য মূল্য।রানা প্লাজা,তাজরীনে আমরা দেখি শ্রমিকের জীবনের দামে তৈরী হয় পণ্য। এমতাবস্থায় বৃহত্তরো সংঘবদ্ধ শক্তিই পারে এ শোষনের পরিসমাপ্তি ঘটাতে। উক্ত সমাবেশে আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আক্তার, বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির কেন্দ্রীয় সভাপতি বাচ্চু ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক তরিকুল সুজন, জেলা নারী সংহতির সম্পাদক পপি রানী সরকার, কাউসার হামিদ, মাহমুদ কলি হারুন, ইয়াসিন প্রধান ও মোঃ মমিন হোসেন ।
এই বিভাগের আরো খবর