শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

স্কুল ছাত্রী মুনমুন হত্যার প্রতিবাদে বন্দরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৭   আপডেট: ২৯ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : স্কুল ছাত্রী মুনমুন হত্যার প্রতিবাদে গতকাল চৌড়াপাড়া লক্ষণখোলা এলাকাবাসী খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শুক্রবার সকালে শত শত এলাকাবাসী দক্ষিণ লক্ষণখোলার সোমবাড়িয়া বাজার মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন নুরুল আলম, নূর মোহাম্মদ, জাকির হোসেন, নেছার উদ্দিন, আবুল হাসান জনি, শহীদুল্লাহ, আওলাদ হোসেন, আল আমিন মোল্লা, আতিক খন্দকার, ইবকাল হোসেন, সাইদুজ্জামান, দেলোয়ার হোসেন, কালাম মিয়া, শিবলু প্রমুখ। বক্তরা বলেন, স্কুল ছাত্রী মুনমুনকে ৫ মাদকসেবী গণধর্ষণ শেষে হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছিল। এ সকল কুখ্যাত খুনিদের দ্রুত বিাচর কার্য শেষ করে ফাঁসিতে ঝুলিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করা। স্কুল ছাত্রী মুনমুন চৌড়াপাড়া এলাকার জাবেম মিয়ার বাড়ির ভাড়াটিয়া। নিহত মুনমুনের মা মনোয়ারা বেগম জানান, তার নিস্পাপ মেয়েকে ঘাতকরা নির্মম ভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে আমি এ হত্যার বিচার চাই। স্কুল ছাত্রী সবজি বিক্রেতা মজনু মিয়ার মেয়ে। গত ১৭ এপ্রিল সিদ্ধিরগঞ্জ ২নং ঢাকেশ্বরী মীরপাড়া এলাকার আরিুল মিয়ার ছেলে ট্রলার চালক রাসেল পূর্ব পরিচয়ের সূত্র ধরে মুনমুনকে ডেকে আনে কথা বলার জন্য। মুনমুনকে নৌকা নিয়ে কিছুক্ষণ ঘুরাফেরা করার পর রাসেলের ৫ বন্ধু মিলে মুনমুনকে পালাক্রমে ধর্ষণ করে। মুনমুন জ্ঞান হারিয়ে ফেললে ঘাতকরা তার শ্বাসরোধে হত্যার পর লাশ নদীতে পেলে দেয়। ১৮ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ট্রলার চালক রাসেলকে গ্রেফতার করে আদালতে হাজির করলে ঘাতক রাসেল মুনমুনকে গণধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে।
এই বিভাগের আরো খবর